বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২

টেনিস ছেড়ে দিচ্ছেন সানিয়া

Home Page » খেলা » টেনিস ছেড়ে দিচ্ছেন সানিয়া
বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২



সানিয়া মির্জা

বঙ্গনিউজঃ  দীর্ঘদিন ধরেই কোর্টে আছেন। যদিও গত কয়েক বছর আর এককে লড়তে দেখা যায় না তাকে, ডাবলস খেলছেন। অস্ট্রেলিয়ান ওপেনের নারী দ্বৈতে প্রথম রাউন্ডে হারার পর এবার অবসরের ঘোষণাই দিয়ে রাখলেন সানিয়া মির্জা। এক বার্তায় তিনি জানান এটাই শেষ মৌসুম তার, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি যে, এটাই আমার শেষ মৌসুম। এখন থেকে আমি সপ্তাহ বাই সপ্তাহ গুনে এগোবো। জানি না মৌসুমের শেষ অবধি খেলতে পারি কিনা। তবে চেষ্টা থাকবে শেষ পর্যন্ত থাকার।’

ভারতের সবচেয়ে সফল টেনিস তারকা সানিয়া। ২০০৩ সালে এই অঙ্গনে নাম লেখান তিনি। এরপর বর্ণিল সময় পার করেছেন ২০০৭ সালের দিকে। সে বছর ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডনেও চমক দেখিয়েছিলেন তিনি। ক্যারিয়ারসেরা র‍্যাংকিং ছিল ২৭; সেটাও ২০০৭ সালে। যদিও জেতা হয়নি কোনো উইম্বলডনের একক ট্রফি। সর্বোচ্চ দৌড় ২০০৫ সালে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ড পর্যন্ত যাওয়া। তবে ডাবলসে ছিলেন লাইমলাইটে। যেখানে তার নামের পাশে আছে একাধিক ট্রফি।

সর্বশেষ ২০১৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনের দ্বৈত এককে মার্টিনা হিঙ্গিসের সঙ্গে ডাবলসের শিরোপা জিতেছিলেন ৩৫ বছর বয়সী এই নারী টেনিস খেলোয়াড়।

বাংলাদেশ সময়: ১২:৫৯:৪২   ৩৮৬ বার পঠিত