বুধবার, ১৯ জানুয়ারী ২০২২

মধ্যনগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

Home Page » সারাদেশ » মধ্যনগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
বুধবার, ১৯ জানুয়ারী ২০২২



---স্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজ:সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা (উঃ) ইউনিয়নের বাকাতলা গ্রামের সামনের সড়কে মোটর সাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৯ জানুয়ারি)  সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার বংশীকুন্ডা (উঃ) ইউনিয়নের বাকাতলা গ্রামে হোসেন আলী (৭৫) নামের এক বৃদ্ধ বাড়ির সামনের রাস্তা অটোরিকশায় উঠতে গিয়ে মোটরসাইকেলের  ধাক্কায় আহত হলে পরে হাসপাতালে নেওয়ার পথেই ওই বৃদ্ধ মৃত্যুবরণ করেন।

মধ্যনগর থানার ওসি নির্মল চন্দ্র দেব জানান, ঘটনাস্থলে সাথে সাথে ফোর্স পাঠিয়েছি।অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮:৪৫:১৬   ৬৭০ বার পঠিত   #  #