শনিবার, ৮ জানুয়ারী ২০২২
অস্ট্রেলিয়াকে ম্যাচ ছেড়ে দিতে বলেছিলেন সেলিম মালিক!!
Home Page » এক্সক্লুসিভ » অস্ট্রেলিয়াকে ম্যাচ ছেড়ে দিতে বলেছিলেন সেলিম মালিক!!বঙ্গ-নিউজ: হারলে খুব বাজে অবস্থার মধ্যে পড়তে হবে এই ভয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে ম্যাচ ছেড়ে দিতে বলেছিলেন সেলিম মালিক। এজন্য অজিদের প্রায় দেড় কোটি টাকার প্রস্তাব দিয়েছিলেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। এমন অভিযোগ করেছেন ক্যাঙ্গারুদের কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন।
১৯৯৪ সালের কথা। পাকিস্তান সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। করাচিতে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন ওয়ার্নকে মালিক বলেন, ম্যাচ হারলে তাদের এবং আত্মীয়দের বাড়ি জ্বালিয়ে দেবে সমর্থকরা। তাই যেন টাকার বিনিময়ে ম্যাচ ছেড়ে দেয় সফরকারীরা। যদিও মালিকের কথা রাখেননি ওয়ার্ন। তবে শেষ পর্যন্ত ১ উইকেটে ম্যাচটা জিতেছিল স্বাগতিকরা।
গণমাধ্যমকে ওয়ার্নার বলেন, ‘মালিক বলেছিলেন খেলা ভালো হচ্ছে। আমি বলেছিলাম, আমরাই ম্যাচ জিতবো। তখন ও আমাকে বলে, আমরা হারতে পারবো না। তুমি জানো না পাকিস্তানের মাটিতে আমরা হারলে কী হবে! আমাদের এবং আমাদের আত্মীয়দের বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। তোমরা ম্যাচটা ছেড়ে দাও।’
মালিকের মুখের ওপরই দেড় কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ওয়ার্নার, ‘মালিকের এমন কথার পর বুঝতে পারছিলাম না আমাকে কী বলা উচিত। অবাক হয়ে বেশ কিছুক্ষণ বসে ছিলাম। তারপর ওকে বলেছিলাম, আগামীকাল তোমাদের হারাবো।’
বাংলাদেশ সময়: ২০:২৫:২২ ৪৬৬ বার পঠিত #টাকা #মেস #শ্যার্ণ ওয়ারর্ণ #সেলিম মালিক