বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
বাউনিয়া বিভাটেক ফ্যাক্টরিতে আগুন
Home Page » সারাদেশ » বাউনিয়া বিভাটেক ফ্যাক্টরিতে আগুন
সোনু প্রধান, বঙ্গনিউজঃ আজ সকালে ১১:০০ টার দিকে বাউনিয়া বিভাটেক ফ্যাক্টরিতে আগুন লেগেছে। ফ্যাক্টরি টাতে মূলত অটোরিক্সা উৎপাদন করা হয়। অনুমান করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে আগুন এর সুএপাত ঘটেছে। বেলা ১টায় দমকল বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। হতাহতের খবর রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি ।
বাংলাদেশ সময়: ১৮:৩১:৩৬ ৬৯৬ বার পঠিত #আগুন #গ্যাস সিলিন্ডার #দমকল বাহিনী #ফ্যাক্টরিতে আগুন