বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২

চামরদানী ইউনিয়নে নৌকার প্রার্থীর বিজয় মিছিল

Home Page » সারাদেশ » চামরদানী ইউনিয়নে নৌকার প্রার্থীর বিজয় মিছিল
বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২



চামরদানী ইউনিয়নে নৌকার প্রার্থীর বিজয় মিছিলস্টাফ রিপোর্টার, বঙ্গ-নিউজ:সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়ন বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর খসরু।বৃহস্পতিবার দুপুরে  জনগণের উৎসাহ উদ্দীপনায় আলমগীর খসরুর পক্ষে চামরদানী ইউনিয়ন ব্যাপী বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। চামরদানী ইউনিয়নে নৌকা প্রতীকে আলমগীর খসরু ৩৪৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দী বিদ্রোহী প্রার্থী  একেএম আসাদুজ্জামান রোকন ঢোল প্রতীকে  ২১৭১ ভোট পেয়েছেন,স্বতন্ত্র প্রার্থী মোটর সাইকেল প্রতীকে মোস্তফা কামাল খোকন পেয়েছেন ১৩৮৯ ভোট,বিদ্রোহী প্রার্থী প্রভাকর তালুকদার পান্না অটোরিকশা প্রতীকে পেয়েছেন ১১৪৬ ভোট,স্বতন্ত্র প্রার্থী ওয়াশিল আহমদ পেয়েছেন ১০১৯ ভোট,স্বতন্ত্র প্রার্থী রেজাউল হক ঘোড়া প্রতীকে পেয়েছেন  ৯৯০ ভোট, স্বতন্ত্র প্রার্থী মিলটন তালুকদার চশমা প্রতীকে পেয়েছেন ৯৪০ ভোট,স্বতন্ত্র প্রার্থী আব্দুস সামাদ তালুকদার টেলিফোন প্রতীকে পেয়েছেন ২৪৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী হাদিস মিয়া টেবিল ফ্যান প্রতীকে পেয়েছেন ২৪৩ ভোট।

চামরদানী ইউনিয়নে  বেসরকারি ভাবে নবনির্বাচিত চেয়ারম্যান আলমগীর খসরু জানান,বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিপুল ভোটের ব্যবধানে আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় প্রথমে আন্তরিক ধন্যবাদ জানাই জননেত্রী শেখ হাসিনা কে ও কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রাণপ্রিয় ইউনিয়ন বাসীর প্রতি।আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার ভিশন গ্রাম হবে শহড় বাস্তবায়নে কাজ করে যাব।সুশাসন ও দূর্নীতি দুর করে চামরদানী ইউনিয়ন কে  আদর্শ মডেল ইউনিয়ন গড়ে তুলাই আমার লক্ষ্য।

বাংলাদেশ সময়: ১৭:৪৭:১৭   ৬৩০ বার পঠিত   #  #