শনিবার, ১ জানুয়ারী ২০২২
ইংরেজি নববর্ষ ’২২ স্বাগতম : শান্তিময় হোক বিশ্ব
Home Page » জাতীয় » ইংরেজি নববর্ষ ’২২ স্বাগতম : শান্তিময় হোক বিশ্ববঙ্গ-নিউজ:বিগত দুটি বছরকে স্বাগত জানিয়ে ছিল সবাই্। প্কিরতি বছর যেমনটি জানায়। কিন্তু করোনার ভয়াল আক্রোশ যেন বিরূপ করেছিল সেই আহ্বান। কত প্রিয়জনকে হারাতে হয়েছে এই সময়ে। বিশ্বে হারিয়ে যাবার ব্যাথাটাই এখনো বুকে বাজে। এবার আবারও এসছে নববর্ষ । আবার সবাই জনাচ্ছে শুভেচ্ছা মানেই পুরনোকে ঝেড়ে ফেলে নতুন বছরকে স্বাগত জানানো। সে বাংলাই হোক বা ইংরেজি নববর্ষ। এই ধারাবাহিকতায় ২০২১ সাল বিদায় নিল, আসলো ২০২২। স্বাগতম ২০২২। চলমান করোনা মহামারির মধ্যে আনন্দ-বেদনার এই দিনলিপিতে নতুন কিছুর প্রত্যাশা সবার।
ইংরেজি বর্ষবরণের ক্ষেত্রে পশ্চিমারা এগিয়ে থাকে বরাবরই, এবারও তার ব্যতিক্রম হয়নি। বাংলা নববর্ষ নিজস্ব সংস্কৃতির অংশ হওয়ায় এ নিয়ে তেমন একটা আগ্রহ দেখা যায় না বাঙালিদের মাঝে। তবে নতুন বছর বলে কথা! তাই অতীত থেকে শিক্ষা নিয়ে সুন্দর আগামীর আশা তো সবাই করতেই পারে।
জাতীয়ভাবে নতুন বছর উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাতে দেশবাসীসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তারা। সেইসঙ্গে আসছে বছরে আরে ভালো কিছু করার প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন রাষ্ট্র ও সরকারপ্রধান।
নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াসহ অনেক দেশে এরইমধ্যে ‘হ্যাপি নিউ ইয়ার’ উদযাপন শুরু হয়েছে। সময়ের ব্যবধানের কারণে আজ শুক্রবার মধ্যরাতে পালিত হচ্ছে বাংলাদেশে। করোনা অতিমারির প্রভাবে বড় কর্মসূচি বাতিল হলেও ঘরোয়াভাবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই বরণের আয়োজন করা হয়েছে।
দুই বছর আগে শুরু হওয়া করোনার সংক্রমণ এখনো কমেনি, বরং বিশ্বজুড়ে নতুন রেকর্ড তৈরি হয়েছে। এতে ২৮ কোটি ২০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে, প্রাণ গেছে ৫৪ লাখের। এর মধ্যেই ভাইরাসটির নতুন ভয়ংকর ভ্যারিয়েন্ট ওমিক্রন হানা দিয়েছে, যা নিয়ে ডেল্টার পর শঙ্কিত বিশ্ববাসী।
অন্যান্য দেশের মতো বাংলাদেশেও টিকাদান কর্মসূচি বিদায়ী বছরে চললেও সংক্রমণের দুষ্টচক্র থেকে বেরুতে পারেনি। অনেক দেশের ন্যায় এদেশেও ইংরেজি নববর্ষের উৎসব বাতিল করা হয়েছে। উন্মুক্ত স্থানে অনুষ্ঠান না করার অনুরোধসহ বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি।
গত হতে চলা বছরে একযোগে জাতির জনকের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে বাংলাদেশ। বিধিনিষেধের কারণে অর্থনীতি বাধার মুখে পড়লেও তা কাটিয়ে উন্নয়ন কর্মকাণ্ড স্বাভাবিক করার চেষ্টা করছে সরকার। প্রবাসী খাতে বড় ধাক্কা আসায় রেমিট্যান্সে কালো ছায়া পড়েছে।
এসবের বাইরে দেশে বিরাজমান রাজনৈতিক সংকট না কাটলেও আসছে বছরে তা সমাধান হওয়ার আশা করছেন অনেকেই। এক করোনায় যত চ্যালেঞ্জ তৈরি করল, তা মোকাবেলাই এখন নতুন বছরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। তবে সবকিছুকে ছাপিয়ে সকল সমস্যা মোকাবেলা করে স্বাভাবিক ও নিরাপদ জীবনে ফিরুক সবাই, সেই প্রত্যাশাই সবার।
বাংলাদেশ সময়: ১১:৩৯:৩৯ ৪০২ বার পঠিত #ইংরেজী #নববর্ষ #বিদায় #স্বাগতম