বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১

মাসে ৪ কোটি ডোজ টিকা দেওয়া হবে :জাহিদ মালেক

Home Page » জাতীয় » মাসে ৪ কোটি ডোজ টিকা দেওয়া হবে :জাহিদ মালেক
বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১



স্বাস্থ্যমন্ত্র্রী জাহেদ মালেক

বঙ্গ-নিউজ: আসছে জানুয়ারি মাস থেকে প্রতি মাসে কমপক্ষে ৪ কোটি ডোজ করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। রাজধানীর ঢাকা ক্লাবে রাষ্ট্রীয় মালিকানাধীন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেড, ইডিসিএল, আয়োজিত বার্ষিক জেনারেল মিটিংয়ে আজ বুধবার, ২৯ ডিসেম্বর, এ কথা জানান তিনি।

প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ জন্য আগামী মাস থেকেই দেশের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিচ্ছি আমরা। আশা করা যায়, আগামী বছরের মে ও জুন মাসের মধ্যেই আমরা আমাদের লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হব।

ফাইল ছবি- বাংলাদেশের টিকা প্রদানের ছবি

মন্ত্রী বলেন, ইতোমধ্যেই আমরা ৩১ কোটি ডোজ ভ্যাকসিনের ব্যবস্থা করেছি। এই যোগান থেকে প্রতি মাসেই আমাদের হাতে প্রয়োজনীয় পরিমাণ ভ্যাকসিন চলে আসছে। ইতোমধ্যে মোট ১২ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে। এর মধ্যে ৭ কোটি প্রথম ডোজ, ৫ কোটি ডাবল ডোজ রয়েছে।

জাহিদ মালেক বলেন, বুস্টার ডোজসহ আমাদের লক্ষ্য পূরণ করতে মোট ২৮ কোটি ডোজ ভ্যাকসিন প্রয়োজন হবে। বিপরীতে সরকার ৩১ কোটি ডোজ ভ্যাকসিনের সংস্থান করেছে। সুতরাং বুস্টার ডোজসহ ২৮ কোটি ডোজ ভ্যাকসিন দিলে আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হবে। এরপরও আমাদের হাতে আরো ৩ কোটি ডোজ ভ্যাকসিন অবশিষ্ট থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। সভায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশীদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর শারফুদ্দিন আহমেদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু প্রমুখ। ইডিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ডা. এহসানুল কবির সভায় মূল প্রবন্ধ পাঠ করেন।

বাংলাদেশ সময়: ২০:৪৯:২৭   ৮৪৪ বার পঠিত   #  #  #  #