শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
মধ্যনগরে বিদ্রোহী প্রার্থী পান্না-রুকন আ.লীগ থেকে বহিষ্কার
Home Page » সারাদেশ » মধ্যনগরে বিদ্রোহী প্রার্থী পান্না-রুকন আ.লীগ থেকে বহিষ্কারমধ্যনগর প্রতিনিধি:সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করায় দুই বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী কে বহিষ্কার করা হয়েছে ।
গত বৃহস্পতিবার রাতে ইউপি নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে অংশগ্রহণ করায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চামরদানী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী প্রভাকর তালুকদার পান্না,মধ্যনগর উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও চামরদানী ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী আসাদুজ্জামান রোকন কে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার বলেন,যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে অংশগ্রহণ করেছে। দল তাদের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে।
উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ বলেন, মধ্যনগর উপজেলায় যুবলীগের সহ-সভাপতি বিদ্রোহী প্রার্থী আসাদুজ্জামান রোকন কে কারন দর্শানোর নোটিশ দিয়েছে জেলা যুবলীগ।নোটিশের জবাব দিতে না পারলে দল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।
বাংলাদেশ সময়: ৯:৫১:২৬ ৫০৪ বার পঠিত