শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
মধ্যনগরে ৩৩ পিস ইয়াবাসহ আটক ১
Home Page » সারাদেশ » মধ্যনগরে ৩৩ পিস ইয়াবাসহ আটক ১স্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজ:সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা (দঃ) ইউনিয়নের পাতকুড়া গ্রামের কালী মন্দিরের সামনে থেকে ৩৩ পিস ইয়াবাসহ তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের লামাগাওঁ গ্রামের আলীম উদ্দিনের ছেলে আমির মিয়া (২২) কে গ্রামবাসী আটক করে মধ্যনগর থানা পুলিশের কাছে সোর্পদ করেছে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার বংশীকুন্ডা (দঃ) ইউনিয়নের পাতকুড়া গ্রামে পথ হারিয়ে এলোমেলো ভাবে ঘুরাঘুরি করতে থাকে আমির। তখন আমির কে দেখে গ্রামবাসীর সন্দেহ হলে তাকে তল্লাশি করে ৩৩ পিস ইয়াবা পাওয়া যায়।
আটককৃত আমির মিয়া বলেন,আমাকে দিয়ে দীর্ঘদিন ধরে বংশীকুন্ডা (দঃ) ইউনিয়নের রৌহা গ্রামের মজিবুর ওরফে পুইট্টা মজিবুর ইয়াবার চালান আনায়।সেই গুলো সে খুচরাভাবে এলাকায় মাদক সেবীদের কাছে বিক্রি করে।আমি পুইট্টা মজিবুরের বাড়িতে গরু চড়ানোর কাজ করি।
মধ্যনগর থানার ওসি নির্মল চন্দ্র দেব,ইয়াবাসহ গ্রেফতারকৃত আমির মিয়ার মামলা পক্রিয়াধীন। যে যাহারা মাদকের সাথে জড়িত প্রত্যেকেই আইনের আওতায় আনা হবে।এবং আমাদের অভিযান চলমান থাকবে।
বাংলাদেশ সময়: ২৩:২৮:০১ ৯৪৬ বার পঠিত #ইয়াবা #মধ্যনগর #সুনামগঞ্জ