মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১

কোভিড নিয়ন্ত্রণে সফলতার উদাহরণ বাংলাদেশ : জাহিদ মালেক

Home Page » জাতীয় » কোভিড নিয়ন্ত্রণে সফলতার উদাহরণ বাংলাদেশ : জাহিদ মালেক
মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১



স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বঙ্গনিউজঃ  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, কোভিড নিয়ন্ত্রণে সফলতার উদাহরণ বাংলাদেশ। এখন যে সংক্রমণ কমে গেছে এটা ধরে রাখতে হবে।

মঙ্গলবার সকালে সচিবালয়ের নিজ দপ্তরে ব্রিফিংকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

করোনা টিকার বুস্টার ডোজ নিয়ে জাহিদ মালেক বলেন, বুস্টার ডোজ এখন সীমিত আকারে দেওয়া হচ্ছে ফ্রন্টলাইনারদের। টিকা গ্রহণের কার্ড নিয়ে ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনাররা টিকা দিতে পারবেন। এ মাসের শেষের দিকে অ্যাপসের মাধ্যমে তা শুরু হবে আগেরগুলোর মতো। এখন তা নিয়ে কাজ করছে আইসিটি মন্ত্রণালয়।
তিনি আরও বলেন, করোনা নিয়ন্ত্রণে টিকা একটা বড় কার্যকরী ভূমিকা রেখেছে। এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৭ কোটি। শতকরা হিসেবে তা ৬০ ভাগ মানুষকে দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে সাড়ে ৪ কোটি, শতকরা হিসেবে তা ৩০ ভাগ।

বাংলাদেশ সময়: ১৬:৫২:০৬   ৩৭২ বার পঠিত   #  #  #  #