রবিবার, ১২ ডিসেম্বর ২০২১

মুরাদের সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই: তথ্যমন্ত্রী

Home Page » জাতীয় » মুরাদের সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই: তথ্যমন্ত্রী
রবিবার, ১২ ডিসেম্বর ২০২১



তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ
বঙ্গনিউজঃ বিভিন্ন বিতর্কিত মন্তব্যের জেরে সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে কোনও যোগাযোগ নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, “আমার সঙ্গে মুরাদের কোনও যোগাযোগ নেই, সুতরাং আমি তার অবস্থান বলতে পারব না।”

রবিবার দুপুরে সচিবালয়ের ক্লিনিক ভবনে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে একটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মুজিবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘মা ও শিশু’ গ্রন্থটি প্রকাশ করে তথ্য অধিদফতর।

প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য সচিব মো. মকবুল হোসেন।

জানা গেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে অসৌজন্যমূলক কথা বলার পর ডা. মুরাদের একটি কথোপকথন ফাঁস হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিভিন্ন মহল থেকে ডা. মুরাদের শাস্তির দাবি ওঠে।

এর জেরে ৭ ডিসেম্বরের মধ্যে তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন ডা. মুরাদ হাসান।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:২৬   ৩৭৪ বার পঠিত   #  #  #  #