বুধবার, ২১ আগস্ট ২০১৩

‘ফিটনেস ক্যাম্প দারুণ কাজে এসেছে’

Home Page » খেলা » ‘ফিটনেস ক্যাম্প দারুণ কাজে এসেছে’
বুধবার, ২১ আগস্ট ২০১৩



cricket-practice-bg-220130821064240.jpgবঙ্গ-নিউজ ডটকম: মিরপুরের ইনডোরে এখন কান পাতলেই শোনা যায় ব্যাট-বলের টুকটাক শব্দ। জাতীয় দলের প্রধান কোচ শেন জার্গেনসেনের তত্ত্বাবধানে শুরু হওয়া কন্ডিশনিং ক্যাম্পে অংশ নিয়েছেন ১২ জন ক্রিকেটার। গত রোববার থেকে শুরু হওয়া এই ক্যাম্পে এখন চলছে স্কিল ট্রেনিং। বুধবার এই স্কিল ট্রেনিংয়ের ফাঁকেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় দলের সহঅধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

কেমন চলছে ফিটনেস ক্যাম্প? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন,‘ফিটনেস ক্যাম্পে অংশ নিয়ে সকলেরই অনেক উপকার হয়েছে। যারা মুটিয়ে গিয়েছিল তাদের জন্য তো বেশি উপকার হয়েছে। বিশেষ করে মাশরাফি ভাইয়ের জন্য এটা অনেক কাজে এসেছে। উনি তো এখন অনেকটাই ফিট হয়ে উঠেছেন।’

সামনে নিউজিল্যান্ড সিরিজের লক্ষ্য নিয়ে মাহমুদউল্লাহ বলেন,‘আমার লক্ষ্য ধারাবাকিভাবে ভালো পারফরমেন্স করা। এই লক্ষ্যেই কাজ করছি আমি।’

এখন ব্যাটিংয়েই বিশেষ জোর দিচ্ছেন সহঅধিনায়ক,‘এখন আমি ব্যাটিংয়ের উপর জোর দিয়েছি। কেন না শেষ তিন-চার টেস্টে আমি খুব একটা ভালো করতে পারিনি। ব্যাটিং কোচ কোরি রিচার্ডস এখন ইংল্যান্ডে। আমি ওনার সঙ্গে যোগাযোগ করেছি। ওনার পরামর্শ অনুযায়ী এখন কাজ করছি।’

নিউজিল্যান্ড সিরিজের আগে অনুশীলনমূলক ম্যাচ খেলার প্রয়োজনবোধ করছেন জাতীয় দলের এই অলরাউন্ডার,‘আমাদের প্র্যাকটিস ম্যাচ খেলা প্রয়োজন। প্রিমিয়ার লিগ খেলারও প্রয়োজন রয়েছে। এটার খুব বেশি দরকার। নিউজিল্যান্ড সিরিজের আগে ৩-৪ দিনের ম্যাচ খেলা উচিত। আশা করছি সিরিজ অনেক ভালো হবে।

বাংলাদেশ সময়: ১৯:২৬:৪০   ৩৩৫ বার পঠিত