বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
মধ্যনগরে মনোনয়ন দাখিল করেছেন নৌকার আলমগীর খসরু
Home Page » সারাদেশ » মধ্যনগরে মনোনয়ন দাখিল করেছেন নৌকার আলমগীর খসরুস্টাফ রিপোর্টার, বঙ্গ-নিউজ:সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর খসরু মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর)দুপুরে উপজেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন তিনি।
আলমগীর খসরু জানান,জননেত্রী শেখ হাসিনা আমাকে এই বছর দলীয় মনোনয়ন দিয়েছেন। আশা করি তৃণমূলের মানুষের ভোটে এই বছর আমি চেয়ারম্যান নির্বাচিত হব ইনশাআল্লাহ। যদি আমি চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে ইউনিয়ন বাসীর উন্নয়নে কাজ করার পাশাপাশি গরীব দুঃখী মেহনতী মানুষের পাশে থাকব সবসময়।
বাংলাদেশ সময়: ২৩:৩৬:২৭ ৯০৪ বার পঠিত #আলমগীর খসরু #মধ্যনগর #মনোনয়ন