বুধবার, ২১ আগস্ট ২০১৩
সেরে উঠছেন আনোয়ার হোসেন
Home Page » বিনোদন » সেরে উঠছেন আনোয়ার হোসেন
বঙ্গ-নিউজ ডটকম: স্যালাইন ও নলের সাহায্যে ওষুধ প্রদান করা হচ্ছে তাকে।
এ বিষয়ে অভিনেতার স্ত্রী নাসিমা খানম গ্লিটজকে বলেন, “রোববার রাতে হঠাৎ তার পেট ফেঁপে ওঠে। পরে আমাদের ব্যক্তিগত চিকিৎসক বাসায় এসে তাকে দেখেন এবং হাসপাতালে নেওয়ার কথা বলেন। এরপর আমরা তাকে এই হাসপাতালে নিয়ে আসি। ”
তিনি আরও বলেন, “হাসপাতালে আনার পর এখন পেট ফাঁপা সমস্যাটা নেই। তবে তাকে মুখে খেতে দেওয়া হয়নি এখনও। ডাক্তার জানিয়েছেন, আজ রাতে তাকে মুখে খাওয়ানোর চেষ্টা করা হবে।”
তিনি আরও বলেন, “আগে থেকেই তার হজমের একটু সমস্যা ছিল। গলব্লাডারে পাথর হওয়ায় প্রায়ই বমি করতেন তিনি। তার বমি থামানো বেশ কষ্টকর হয়ে পড়ত তখন।”
আনোয়ার হোসেনকে ভর্তি করা হয়েছে রাজধানীর স্কয়ার হসপিটাল লিমিটেডে। সেখানে তিনি সার্জারি কনসালটেন্ট অধ্যাপক সানোয়ার হোসেনের তত্ত্বাবধানে রয়েছেন।
আনোয়ার হোসেন হাসপাতালে ভর্তি হয়েছেন পেটে ব্যথা নিয়ে। ডক্টর সানোয়ারের পরামর্শে সিবিসি, সিইএ, সিএ, এফপিসহ নানা ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষা করা হচ্ছে তার। এ পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী পেটের নিচের অংশে পাথর রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এসব তথ্য জানিয়েছেন হাসপাতালটির আবাসিক চিকিৎসক আতাউর রহমান।
তিনি আরও জানান, ডক্টর সানোয়ার আশা করছেন বর্তমান ব্যবস্থাপত্রেই তিনি সুস্থ হয়ে উঠবেন। তবে রোগ সম্পর্কে নিশ্চিত হতে আরও কিছু পরীক্ষা, যেমন– এক্সরে, সিটিস্ক্যান, কোলনস্কপি করতে হবে।
তিনি আরও জানান, হাঁপানির সমস্যা ও ডায়াবেটিস আগে থেকেই ছিল। তবে বয়সের কারণে সিনাইল ডিজেনারেশনসহ আরও কিছু রোগ ধরা পড়েছে এবারের পরীক্ষায়।
অভিনেতার স্ত্রী আরও বলেন, “কিছুদিন আগে পরীক্ষায় জানা গেছে, তার গলব্লাডারে পাথর রয়েছে। সেটা অপসারণ করা প্রয়োজন বলে তখন পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু তার শারীরিক অবস্থা ভালো নয় এবং বয়সের কারণে তিনি এ ধকল সহ্য করতে পারবেন কিনা এ নিয়ে সন্দেহও জানানো হয় সে সময়। তাই এতদিন ওই অবস্থাতেই ছিলেন তিনি। কিন্তু এখন তো দেখছি নানা সমস্যা হচ্ছে। তাই ভাবছি প্রয়োজন হলে, আমরা উনাকে কলকাতা বা থাইল্যান্ডে নিয়ে পাথর অপসারণের জন্য চিকিৎসা করাব। চার বছর আগেও তার প্রস্টেট গ্ল্যান্ড অপসারণ করিয়েছি কলকাতা থেকে।”
আনোয়ার হোসেন ১৯৫১ সাল থেকে চলচ্চিত্রে অভিনয় করছেন। ‘নবাব সিরাজউদ্দৌলাহ’, ‘জীবন থেকে নেয়া’, ‘আলোর মিছিল’, ‘ভাত দে’সহ পাঁচশ’র বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮:১৭:৪২ ৩৮৯ বার পঠিত