সোমবার, ২২ নভেম্বর ২০২১
তারেক রহমানকে দেশে এনে সাজা কার্যকরের দাবি নাছিমের
Home Page » জাতীয় » তারেক রহমানকে দেশে এনে সাজা কার্যকরের দাবি নাছিমের
বঙ্গনিউজঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার দাবী জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
আজ বিকেলে রামপুরায় ওয়াপদা পাওয়ার হাউজ মাঠে ঢাকা মহানগর উত্তরের রামপুরা থানার অন্তর্গত ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৬ টি ইউনিটের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, সিঙ্গাপুরে টাকা পাচারের দায়ে তারেক রহমান সাত বছরের সাজাপ্রাপ্ত , ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দশ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এই দুর্নীতির রাজপুত্র তারেক রহমানকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের দাবি জানাই। তিনি বলেন, দেশের বাইরে বসে তারেক রহমান দেশের বিরুদ্ধে যড়যন্ত্র করছে, মানুষের জীবন বিষিয়ে তুলছে। প্রধানমন্ত্রীর কাছে আমাদের আহ্বান, তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হোক।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি জামাত বাংলাদেশকে উগ্র সামপ্রদায়িক শক্তির দেশ বানাতে চায়। তারা বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান, সুদানের মতো বানাতে চায়। শেখ হাসিনার নেতৃত্বে আমরা কখনো তা হতে দেবো না।
তিনি বলেন, তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বার বার হত্যা করতে চেয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা করে তারা আওয়ামী লীগকে নেতৃত্বশুন্য করতে চেয়েছিলো। বিএনপি- জামাত হত্যা, ক্যু, খুনের রাজনীতি করে। তারা সেসব হঠকারিতায় ব্যর্থ হয়ে এখন জ্বালাও পোড়াও করে ক্ষমতায় যেতে চায়। তারা এখন বলে নির্বাচন করবে না। তারা আন্দোলনের ভয় দেখায়। তাদের আন্দোলন আওয়ামী লীগ ভয় পায় না। তাদের সাথে মানুষ নেই, জনগণের সমর্থন নেই। বাংলাদেশের মানুষকে ভয় দেখিয়ে লাভ হবে না।
সম্মেলনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সভাপতি একেএম রহমত উল্লাহ এমপি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, দফতর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার বাপ্পি প্রমুখ।
বাংলাদেশ সময়: ২৩:৩০:৫১ ৩২২ বার পঠিত #আওয়ামী লীগ #তারেক রহমান #শেখ হাসিনা #২১ আগস্ট গ্রেনেড হামলা