শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১

বদলে গেছে সব- উলফাৎ পারভীন রোজী

Home Page » সাহিত্য » বদলে গেছে সব- উলফাৎ পারভীন রোজী
শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১



বদলে গেছে সব- উলফাৎ পারভীন রোজী

অপ্রস্তুত দৃষ্টি ফেলি এখানে ওখানে
না, আগের চেনাজানা কিছুই আর নেই,
বদলে গেছে সব,
এইতো, সেদিনই ছিলো
বৈচিত্র্যতায় ভরা প্রকৃত
দৃষ্টিনন্দন অবারিত সবুজের হাতছানি,
সবুজ পাতায় রংগীন হাসি,
কলকল, ছলছল,
বয়ে চলা মিষ্টি পানির ঝরনা,
উঁচু-নিচু পাহাড়ের গা বেয়ে
এঁকেবেঁকে চলা বন্ধুর পথ,
বুনো ফুলের মাতাল করা ঘ্রাণ,
কোথাও বন্য প্রাণীর বিচিত্র ডাক।
চোখদুটো হঠাৎ থমকে গেছে
এ যেন শীতের দুনিয়া,
যেনো সব রোদ মুছে গেছে
শরীর জুড়ে অদ্ভুত শীতলতা,
নিজেকে মনে হয়
শীতনিদ্রা থেকে উঠে আসা সরীসৃপ,
শরীর শীতে ছুঁয়ে গেছে,
পাতারাও ঝরে গেছে,
শ্রাবণের মেঘ যেন মন্থর।

বাংলাদেশ সময়: ১৪:৩৫:১০   ৪৩৩ বার পঠিত   #  #  #  #