বুধবার, ১৭ নভেম্বর ২০২১

মধ্যনগরে গবাদি পশুর টিকা দান কর্মসূচি

Home Page » সারাদেশ » মধ্যনগরে গবাদি পশুর টিকা দান কর্মসূচি
বুধবার, ১৭ নভেম্বর ২০২১



গবাদি পশুর টিকা দান কর্মসূচিমধ্যনগর প্রতিনিধি:সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা (দঃ)  ইউনিয়নের লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে ও বংশীকুন্ডা (উঃ)  ইউনিয়নের মাটিয়ারবন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গবাদি পশুর টিকা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকালে কারিতাস সবুজ জীবিকায়ন প্রকল্পের উদ্যোগে তড়কা,বাদলা,খুড়া, গলাফুলা পিপিআর,রানীক্ষেত ও ডাকপ্লেগ রোগের টিকা ৫৫১ টি গরু,৯৭ টি ছাগল-ভেড়া ও ৮০১ টি হাঁস-মুরগ কে এই টিকা গুলো প্রদান করা হয়।

এই উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুর রহিম মিয়া,কারিতাস সবুজ জীবিকায়ন প্রকল্পের মাঠ সহায়ক মজিবুর রহমান সৌরভ,মাঠ সহায়ক, কামরুজ্জামান বিপুল, রত্না মানখিন, লরেন্স মানখিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:১৭:৩৭   ৭৪১ বার পঠিত   #  #  #  #