মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার
Home Page » জাতীয় » প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবারপ্রধানমন্ত্রী শেখ হাসিনা কপ-২৬ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ ও প্যারিস সফরের অভিজ্ঞতা সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে বুধবার (১৭ নভেম্বর) বিকাল ৪টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন।
(১৬ নভেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্লাসগো, লন্ডন ও প্যারিসে দুই সপ্তাহের সরকারি সফর শেষে গত রবিবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফরে গত ৩১ অক্টোবর গ্লাসগো পৌঁছান প্রধানমন্ত্রী। গ্লাসগোতে তিনি কপ-২৬ শীর্ষ সম্মেলন ও আরও বেশকিছু অনুষ্ঠানে বিশ্বনেতৃবৃন্দের সঙ্গে যোগ দিয়েছিলেন। সফরের শেষ দিন ১৩ নভেম্বর ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি নাগরিক সংবর্ধনায় ভার্চুয়ালি যোগ দেন শেখ হাসিনা।
বাংলাদেশ সময়: ১৫:২৫:৪০ ৩০৯ বার পঠিত #কপ-২৬ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ #প্যারিস #প্রধানমন্ত্রীর শেখ হাসিনার #বিশ্বনেতৃবৃন্দের #যুক্তরাজ্য ও ফ্রান্সে