মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১

স্বাস্থ্যের নথি গায়েব: ৪ কর্মচারীকে বরখাস্ত

Home Page » জাতীয় » স্বাস্থ্যের নথি গায়েব: ৪ কর্মচারীকে বরখাস্ত
মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১



---

বঙ্গনিউজঃ  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ ১৭টি নথি গায়েব হওয়ার ঘটনায় বিভাগের চারজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) সচিবালয়ে স্বাস্থ্যশিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

সচিব মো. আলী নূর বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি গায়েবের ঘটনায় স্বাস্থ্য শিক্ষা বিভাগের চার কর্মচারীকে চিহ্নিত করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। চিহ্নিত চারজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

ওই চার কর্মচারী হলেন- ক্রয় ও সংগ্রহ-২ শাখার সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আয়েশা সিদ্দিকা, জোসেফ সরদার, প্রশাসন-২ এর (গ্রহণ ও বিতরণ ইউনিট) অফিস সহায়ক বাদল চন্দ্র গোস্বামী এবং প্রশাসন-৩ শাখার অফিস সহায়ক মিন্টু মিয়া।

বাংলাদেশ সময়: ১৫:১৪:২৬   ৫৬৭ বার পঠিত   #  #  #