বুধবার, ১০ নভেম্বর ২০২১
প্রাইজবন্ড সত্যি সম্পদের এক গুপ্তধন!! - যার সন্ধান দিবে প্রাচুর্য্য
Home Page » অর্থ ও বানিজ্য » প্রাইজবন্ড সত্যি সম্পদের এক গুপ্তধন!! - যার সন্ধান দিবে প্রাচুর্য্যবঙ্গনিউজ অর্থ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের এক রিপোর্ট পর্যালোচনা করে দেখা গেছে যে মাত্র ৫০% বিজয়ী প্রাইজবন্ডের পুরুস্কারের জন্য আবেদন করেন। পুরুস্কার পেয়েও পুরুস্কারের টাকা না তোলার মুল কারণ হলঃ (১) প্রাইজবন্ডের ড্র কখন হয় সে সম্পর্কে জনগনের পরিস্কার ধারনা না থাকা। (২) বিভিন্ন পেপার পত্রিকায় ও সামাজিক মাধ্যমে প্রাইজবন্ডের ড্র’র ফলাফল প্রকাশ হলেও সেই খবর সকল প্রাইজবন্ড গ্রহীতার কাছে পৌছায় না। তাই অনেকে বিজয়ী হয়েও সঠিক সময়ে মিলিয়ে না দেখার কারনে পুরুস্কার প্রাপ্তি থেকে বঞ্ছিত হয়। (৩) খুব অল্প সংখ্যক যেমন ১০ টা বা ২০টা প্রাইজবন্ডের নাম্বার ম্যানুয়াল পদ্ধিতে মিলিয়ে দেখা সম্ভব হলেও বেশী সংখ্যক যেমন ৫০০ টা বা ১০০০ টা নাম্বার ম্যানুয়াল পদ্ধিতে মিলিয়ে দেখা বেশ কঠিন ও সময় সাপেক্ষ কাজ। এই সকল সমাধান করার লক্ষ্যে প্রাচুর্য্য.কম অনলাইনের https://prachurja.com/ মাধ্যমে প্রাইজবন্ড মিলিয়ে দেয়ার সেবা দিয়ে থাকে। যেখানে তারা প্রাইজবন্ড বিজয়ীকে স্বয়ংক্রিয়ভাবে মোবাইলে এস এম এস দিয়ে ও ই-মেইল করে তাদের প্রাইজবন্ড প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে। মজার বিষয় হল বিগত দুই বছরের মোট ৮টি ড্র’র ফলাফল বিজয়ীরও পুরুস্কার পাবার সুযোগ রয়েছে। কোন গ্রাহক পূর্ব থেকে ক্রয়কৃত প্রাইজবন্ডের নাম্বার প্রাচুর্য্য.কম এ এন্ট্রি করার সময় তাৎক্ষনিক ভাবে তার বিজয়ী হবার বিযয়টি জানতে পারবেন যদি তার কোন নাম্বার পূর্বের ৮টি ড্র সাথে মিলে যায়। এছাড়াও গ্রাহক প্রাচুর্য্য.কম এ লগ ইন করে ড্যাশ বোর্ডে থেকেও বিভিন্ন ধরনের তথ্য জানতে পারবেন। এই ওয়েব সাইটে প্রাইজবন্ডের নাম্বারগুলো কেবল মাত্র একবারই এন্ট্রি করতে হয়, পরবর্তীতে যখনই কোন ড্র অনুস্টিত হবে তখন সেই ড্র’র সাথে মিলিয়ে প্রাইজবন্ড বিজয়ীকে স্বয়ংক্রিয়ভাবে মোবাইলে এস এম এস দিয়ে ও ই-মেইল করে তাদের প্রাইজবন্ড প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়।
বাংলাদেশ সময়: ১৫:২৮:৩২ ৫৪৯১৪ বার পঠিত #গুপ্তধন #প্রাইজবন্ড #প্রাইজবন্ড বিজয়ীকে স্বয়ংক্রিয়ভাবে মোবাইলে এস এম এস #প্রাইজবন্ডের ড্র’র ফলাফল #প্রাইজবন্ডের নাম্বার #প্রাচুর্য্য