রবিবার, ৭ নভেম্বর ২০২১

মধ্যনগরে ইউপি নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী বিপ্লব বিশ্বাস

Home Page » সারাদেশ » মধ্যনগরে ইউপি নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী বিপ্লব বিশ্বাস
রবিবার, ৭ নভেম্বর ২০২১



বিপ্লব বিশ্বাসস্টাফ রিপোর্টার, বঙ্গ-নিউজ: সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা (দঃ) ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন সাবেক ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি, মধ্যনগর উপজেলা বাস্তবায়ন পরিষদের সহ যুব ও ক্রীড়া সম্পাদক এবং মধ্যনগর উপজেলা যুবলীগের তথ্য গবেষণা সম্পাদক বিপ্লব বিশ্বাস। বিপ্লব বিশ্বাস বঙ্গ-নিউজ কে জানান,আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দলীয় রাজনীতির সাথে সম্পৃক্ত। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলাকায় জনসংযোগ করে যাচ্ছি। আমি যদি দলীয় মনোনয়ন পেয়ে জনগণের ভোটে বংশীকুন্ডা (দঃ) ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাব।এই ইউনিয়নের গরীব, অসহায় ও মেহনতী মানুষের সেবার পাশাপাশি। ইউনিয়ন মাদক,বাল্যবিবাহ ও দুর্নীতি মুক্ত করে একটি আধুনিক যুগোপযোগী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।

বাংলাদেশ সময়: ২০:৩৭:৫১   ৭৮৭ বার পঠিত