শনিবার, ৬ নভেম্বর ২০২১
প্রফেসর নেছার ইউ আহমেদ এর কবিতা ‘সম্পর্ক’
Home Page » সাহিত্য » প্রফেসর নেছার ইউ আহমেদ এর কবিতা ‘সম্পর্ক’
কতো রকমের সম্পর্ক,
এই নিয়ে তর্ক বিতর্ক।
কেমন করে তা সৃষ্টি হয়,
এ দিকে কারো দৃষ্টি নয়।
করে তাজা সম্পর্কের চাষবাস,
আবার কেমন করে হয় বিনাশ!
নিজের জন্য যেমনি পেতে চাই
অন্যকে ঠিক দিতে হবে তাই।
আর তাহা না হলে,
গুনিজনে বলে…
যখন বিনিময়ে হারায় গুরুত্ব
তাতে শঙ্কা, তাতে বাড়ে দূরত্ব।
মধুর অভিমানও রূপ নেয় তিক্ত অভিযোগে,
সুস্থ সুখের সম্পর্কও বিষণ্ণতায় ভোগে।
হারিয়ে এতোদিনের গড়া বিশ্বাস,
গভীর সম্পর্করাও নেয় শেষ নিঃশ্বাস।।
বাংলাদেশ সময়: ১৭:২২:৪৩ ৬৬২ বার পঠিত #আধুনিক কবিতা #কবিতা #কাব্য #বাংলা সাহিত্য #সম্পর্ক