বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
শুক্রবার থেকে সারাদেশে বাসও চলবে না
Home Page » জাতীয় » শুক্রবার থেকে সারাদেশে বাসও চলবে না
বঙ্গনিউজঃ জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে ভাড়া সমন্বয় না হওয়া পর্যন্ত শুক্রবার থেকে বাসও চলবে না বলে জানিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি।
বৃহস্পতিবার বিকেলে সড়ক পরিবহন মালিক সমিতির সভায় এ সিদ্ধান্ত হয়। সব মালিক বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে সমিতি ধর্মঘটের আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েতুল্লাহ বলেন, ধর্মঘটের কোনো সিদ্ধান্ত হয়নি। কোনো মালিক বাস না চালালে তাকে বাধ্য করা হবে না। আবার কেউ চালালে তাকে বাধা দেওয়া হবে না। তবে তেলের দামের সঙ্গে ভাড়া সমন্বয় না করা পর্যন্ত বেশির ভাগ মালিক বৈঠকে বাস চালাবেন না বলে জানিয়েছেন।
এর আগে ২৪ ঘণ্টার মধ্যে জ্বালানি তেলের দাম না কমালে সারাদেশে পণ্য পরিবহন বন্ধ রাখার ঘোষণা দেয় ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি।
এদিকে ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে ট্রাক কাভার্ড ভ্যান ট্যাংকার লরি মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান সমকালকে বলেন, ডিজেলের দাম না কমা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলবে না।
বাংলাদেশ সময়: ১৯:৪৫:০৭ ৭১০ বার পঠিত #জ্বালানি তেলের দাম বৃদ্ধি #ট্রাক-কাভার্ডভ্যান #পরিবহন মালিক সমিতি