বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১

ছাত্র-শিক্ষকের মিলনমেলায় এক টুকরো খালিয়াজুড়ি

Home Page » শিক্ষাঙ্গন » ছাত্র-শিক্ষকের মিলনমেলায় এক টুকরো খালিয়াজুড়ি
বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১



পবিত্র সরকার,   ডেস্ক ডিপোর্টঃ প্রাক্তন ছাত্র ও শিক্ষকের মিলনমেলায় মুখরিত হয়ে উঠেছিলো খালিয়াজুড়ির সরকারি কৃষ্ণপুর হাজী আলী আকবর কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা ও কলেজের অধ্যক্ষ জনাব নাজিম উদ্দীন সরকার।

২৭ শে অক্টোবর বুধবার সিলেটে এই মিলনমেলায় আয়োজন হয়। কামদেব দাশ দেবুর সঞ্চালনায় উক্ত মিলন মেলায় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার স্যারের বোন ও ভগ্নীপতি,সরকারি কৃষ্ণপুর হাজী আলী আকবর কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন সরকার।

প্রিয় স্যারকে পেয়ে উল্লাসে মুখরিত হয়ে উঠেছে ছাত্ররা,সে সময় তিনি সবার উদ্দেশ্যে উনার জীবনে সাফল্যের গল্প তুলে ধরেন, কিভাবে জীবন সংগ্রাম কাটিয়ে সাফল্য অর্জন করা যায়।

কৃষ্ণপুর ইউনিয়ন’কে উন্নয়নের জন্য উনার ছাত্রদের’কে আহবান করেন। উনার প্রতিপাদ্য বিষয় হলো শিক্ষিত ব্যাক্তিরাই শিক্ষিত সমাজ গড়তে পারে, সেই প্রতিপাদ্যকে সামনে রেখে উনি সমাজের উন্নয়ন করতে চান।

নাজিম উদ্দীন সরকার ৫ নং কৃষ্ণপুর ইউনিয়নের দু-বারের সফল চেয়ারম্যান ছিলেন ও তিনি খালিয়াজুড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি

সামনের দিনে প্রিয় স্যারকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায় শিক্ষার্থীরা। প্রিয় স্যারের হাত ধরেই উন্নয়নের পথ দেখতে চায় এলাকাবাসী ও ছাত্ররা।

আয়োজনে উপস্থিত ছিলো রসরাজ দাশ, অবনী কান্তি দাশ, বনমালি দাশ, অরুন দাশ, সবিনয় সরকার, বিপ্লব সরকার, বিপুল সরকার, সুমন কান্তি দাশ, জুবু সরকার, লব সরকার, অসীম দাশ, সংকর দাশ, বিপুল তালুকদার, ঝুমুর তালুকদার, জার্নেল তালুকদার, রনি তালুকদার, জনি তালুকদার, বিকু দাশ ও প্রান্ত দাশ। মদিনা মার্কেটের হাওলদার পাড়া এলাকার ওরিয়েন্টেশন কম্পিউটার লার্নিং সেন্টারে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২১:৩০:১৬   ৪৬৬ বার পঠিত   #  #  #  #