বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
যুদ্ধ এবং দুটি লাল গোলাপ- আফরোজা বেগম
Home Page » সাহিত্য » যুদ্ধ এবং দুটি লাল গোলাপ- আফরোজা বেগম
সেদিন ছিল এক চমৎকৃত আয়োজন,
সমর্পিত হবার উন্মুখ প্রহর অপেক্ষার শেষ প্রান্তে!
বাহিরে ঝঞ্জা উত্তাল বৈরী স্বদেশ,
মেঘ বাজ আর আগ্নেয়াস্ত্রের তীব্র ঝলকানি!
শুনশান পথঘাট, নিরব শহরতলী
কথার ব্যত্যয় ঘটবে না জানি,
সকলের উৎকন্ঠা, ইতিউতি ফিসফাস, ঘড়ঘড় বেতারে কানপেতে উৎসুক বিশেষ বুলেটিন,
গুছগাছ বাঁধা ছাদা
আমি নির্বিকার,
দুটো লাল গোলাপ সাক্ষী রেখে চলে যাবে রণাঙ্গনে,
আমি দেশকে চিনি, চিনি তোমাকেও
রক্ত বাজি তুমি রাখতে জানো,
আমিও ঋন শোধতে জানি,
এসো সংক্ষিপ্ত আয়োজনে; উন্মুক্ত হবো আমি,
আজকে ফুটাবো অমরাবতী
দূর্বার প্রেম ক্ষত বিক্ষত করে দিবে যৌবনেরে!
কাল জয়ী মূহুর্তটুকু বসন্তকে রাখবে ধরে,
মৃত্যুঞ্জয়ী সূধা পান করে যাবে চলে যাও
যুদ্ধ জয়ে!
হয় তো ফিরবে বীর বেশে কিংবা…
ঘাস ফুল শুধু তোমার ঘ্রাণ নিবে!
যুগ কাল কেটে যাবে,
শরৎ হেমন্ত কত সুবাস ছড়াবে, নদীর পাড়ে জাগবে নগরী, গগনবিহারী স্বাধীন স্বদেশ।
তবে জেনো একটি বসন্তেও ফিরে আসবে না
দুটি গোলাপের দূর্নিবার রক্তিম আবেশ।