মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৩

“সিলেটের বিকল্প ভেন্যু হতে পারে ফতুল্লা”

Home Page » খেলা » “সিলেটের বিকল্প ভেন্যু হতে পারে ফতুল্লা”
মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৩



icc-visits-fatullah-up-300x200.jpg

ফতুল্লার আন্তর্জাতিক ক্রিকেটের বায়োডাটা একেবারে খারাপ নয়, চারটি ওয়ানডে সহ নারায়নগঞ্জের এই ভেন্যু ২০০৬ সালে আয়োজন করেছিলো অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্টম্যাচও। ফতুল্লার অবকাঠামো নিয়ে তাই কোন অভিযোগ নেই সফরকারী আইসিসি পর্যবেক্ষক দলের।

সিলেট ভেন্যুর কাজ যদি কোনো কারনে নির্ধারিত সময়ে শেষ না হয় কিংবা প্রস্তুতি যদি আন্তর্জাতিক মানের না হয় তাহলে, ফতুল্লায় ম্যাচ আয়োজন করতে কোনো সমস্যাই হবে না বলে মনে করছে আইসিসি ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলি।

বিসিবি সভাপতিও জানালেন সম্পূর্ন প্রস্তুত আছে ওয়ার্ল্ড টি-টোয়েন্টির দুটি প্রস্তাবিত বিকল্প ভেন্যু। কোনো কারণে প্রয়োজন হলে আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধাই দিতে পারবে ফতুল্লা ও বিকেএসপি।

২২ অগাস্ট দেশ ছেড়ে দেয়ার আগে বিসিবির সাথে, সিলেট ও বিকল্প ভেন্যু গুলো নিয়ে আলোচনায় বসবে আইসিসির পর্যবেক্ষক দল।

বাংলাদেশ সময়: ২১:৩৮:২৬   ৩৬৯ বার পঠিত