বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
মাদকের ব্যাপারে জিরো টলারেন্স- অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার
Home Page » সারাদেশ » মাদকের ব্যাপারে জিরো টলারেন্স- অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদারস্টাফ রিপোর্টার, বঙ্গ-নিউজ:সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সম্পর্কে জনসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টার দিকে মধ্যনগর বিপি হাইস্কুল এন্ড কলেজ হলরোমে অধ্যক্ষ বিজন কুমার তালুকদারের সভাপতিত্বে ও মধ্যনগর থানার ওসি নির্মল চন্দ্র দেবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার,মধ্যনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার,সহকারী প্রধান শিক্ষক রমাপদ চক্রবর্তী,বংশীকুন্ডা (দঃ) ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান,উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী,
উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি আতিক ফারুকী, ধর্মপাশা উপজেলা শিক্ষক-কর্মচারী কোওপারেটিভ ইউনিয়নের সভাপতি শামীউল কিবরিয়া তালুকদার,বংশীকুন্ডা (দঃ) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিম মাহমুদ,বংশীকুন্ডা (উঃ) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্লাল হোসেন,নুরনবী তালুকদার,উপজেলা যুবলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান রোকন প্রমুখ।
সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়তে রাতদিন কাজ করে যাচ্ছেন। আমাদের আগামীর প্রজন্ম কে মাদকের কবল রক্ষা করতে হলে আমাদের অবিভাবকদের সচেতন হতে হবে।মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স ঘোষণা করছি।এই বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।