সোমবার, ১৮ অক্টোবর ২০২১

সিলেটে পূজা-মন্ডপে হামলার ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার

Home Page » সংবাদ শিরোনাম » সিলেটে পূজা-মন্ডপে হামলার ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার
সোমবার, ১৮ অক্টোবর ২০২১



সিলেটে পূজা-মন্ডপে হামলার স্বীকার
পবিত্র সরকার , সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর আখালিয়া এলাকার হালদারপাড়ায় দুর্গা পূজা-মান্ডপে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ।

শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খাঁন।

শনিবার রাতে এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে আইনে মামলা দায়ের করেন জালালাবাদ থানার এসআই কাজী জামাল আহমদ। মামলার এজাহারে ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

এজাহারে হাওলাদারপাড়ার ভাটিবাংলা পূজা মন্ডপের নিরাপত্তায় নিয়োজিত স্বেচ্ছাসেবক দলের কর্মীসহ সরকারী ডিউটিতে নিয়োজিত পুলিশ ও আনসারের উপর হামলার অভিযোগ আনা হয়েছে।

সিসি টিভি ফুটেজ থেকে আসামিদের চিহ্নিত করা হয়েছে বলে জানান ওসি।

তিনি বলেন, মামলা দায়েরের পর রোববার সকাল পর্যন্ত সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকাসহ পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

আসামিদের রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, কুমিল্লার ঘটনার জেরে গত শুক্রবার দুপুরে সিলেট নগরের আখালিয়ার হাওলাদার পাড়া ভাটিবাংলা অগ্রদূত যুব সংঘ ও উদীয়মান ভাটিবাংলা’র পূজা- মান্ডপে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। জুম্মার নামাজের পর উগ্রবাদী এক দল মিছিল নিয়ে বের হয়। তখন পূজা মান্ডপে এমন হামলা চালায়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের বাধায় ফিরে যাওয়ার সময় তারা মান্ডপের আশপাশের হিন্দুদের কয়েকটি বাসায় হামলা ও ভাংচুর চালায়।

হামলায় পূজা আয়োজক কমিটির দুই সদস্য গুরুতর আহত ও বেশ কয়েকজন আহত হন।

বাংলাদেশ সময়: ৮:৪৮:০২   ৪৪৮ বার পঠিত   #  #  #  #  #