রবিবার, ১৭ অক্টোবর ২০২১

জোট আসিয়ানের বৈঠক থেকে বাদ মিয়ানমারের জান্তা প্রধান

Home Page » জাতীয় » জোট আসিয়ানের বৈঠক থেকে বাদ মিয়ানমারের জান্তা প্রধান
রবিবার, ১৭ অক্টোবর ২০২১



মিয়ানমারের জান্তা প্রধান জেনারেল মিন অং হ্লাইং
বঙ্গনিউজঃ    দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের ৩৮ ও ৩৯তম শীর্ষ সম্মেলনে মিয়ানমারের সেনাশাসক সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং দেশটির প্রতিনিধিত্ব করতে পারবেন না।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। ২৬-২৮ অক্টোবর এ শীর্ষ সম্মেলন ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জান্তা প্রধানের পরিবর্তে একজন আমলা জোটের শীর্ষ বৈঠকে দেশের প্রতিনিধিত্ব করবেন।

মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ফেব্রুয়ারিতে ক্ষমতা দখলের সাড়ে সাত মাস পর আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে জান্তা প্রধানের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়া হলো।

জোটের শীর্ষ সম্মেলন সামনে রেখে শুক্রবার সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা ভার্চ্যুয়ালি বৈঠক করেন। বৈঠকের পর সভাপতির একটি বিবৃতি শনিবার ব্রুনেইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রচার করা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন ব্রুনেইয়ের পররাষ্ট্রমন্ত্রী এরিওয়ান ইউসুফ।

বাংলাদেশ সময়: ৫:৩৯:২৮   ৮৭৩ বার পঠিত   #  #  #  #