শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
সারাদেশে 3G , 4G ইন্টারনেট সেবা বন্ধ, টুজি সচল
Home Page » প্রথমপাতা » সারাদেশে 3G , 4G ইন্টারনেট সেবা বন্ধ, টুজি সচলবঙ্গনিউজঃ রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় শুক্রবার ভোর ৫টার দিক থেকে মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না গ্রাহকরা। তবে কোথাও কোথাও ধীরগতির টুজি ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে বলে জানা গেছে।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানান, ‘কারিগরি ত্রুটির কারণে এটা হয়ে থাকতে পারে। হয়তো কোনো অনিবার্য পরিস্থিতি তৈরি হয়েছিল যেটা এড়ানো যায়নি। তবে আমার মনে হয়, সমস্যাটি বেশিক্ষণ থাকবে না।’
এদিকে দেশের ছয় জেলায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট বন্ধ রয়েছে। জেলাগুলো হলো- কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী ও চাঁদপুর। এসব জেলার মুঠোফোন গ্রাহকরা জানিয়েছেন, তারা দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। ফোন অপারেটর সূত্রগুলোও এসব জেলায় দ্রুতগতির মোবাইল ফোন ইন্টারনেটসেবা বন্ধ রাখার তথ্য নিশ্চিত করেছে গণমাধ্যমকে।
বাংলাদেশ সময়: ১৪:৩৬:৩৯ ৩৫৮ বার পঠিত # #ডাটা #থ্রীজি #ফোরজি #মোবাইল ফোন