মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৩

“টিকিট বিক্রি শুরু হলো বিশ্বকাপ ফুটবলের”

Home Page » খেলা » “টিকিট বিক্রি শুরু হলো বিশ্বকাপ ফুটবলের”
মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৩



top_5932013-08-20_1377004063.jpgবঙ্গ-নিউজ ডটকম: ব্রাজিলে অনুষ্ঠিতব্য ‘বিশ্বকাপ ফুটবল ২০১৪’ এর টিকিট বিক্রি শুরু হয়েছে।ফিফার মার্কেটিং ডিরেক্টর থেইরি উইল জানান, মঙ্গলবার থেকে ১০ অক্টোবর পর্যন্ত ফুটবলপ্রেমীরা বিশ্বের যেকোনো স্থান থেকে ফিফার ওয়েব সাইটে আবেদন করতে পারবেন। এরপর বাছাই শেষে অবশিষ্ট টিকিট থাকলে ৫ নভেম্বর থেকে দর্শকরা ‘আগে আসলে আগে পাবেন’ এর ভিত্তিতে টিকিট সংগ্রহ করতে পারবেন। পরে ১০ ডিসেম্বর লটারির মাধ্যমে আরো কিছু ভাগ্যবান দর্শক টিকিট পাবেন।

এবার ৩.৩ মিলিয়ন টিকিট বাজারে ছেড়েছে ফিফা। প্রথম রাউন্ডের খেলার জন্য টিকিটের মূল্য ৯০ মার্কিন ডলার এবং ফাইনাল ম্যাচের জন্য ৯৯০ মার্কিন ডলার।

ফিফা প্রত্যাশা করছে, ২০০৬ এ জামার্নিতে অনুষ্ঠিত বিশ্বকাপের মতো ২০১৪ এর ব্রাজিল বিশ্বকাপেও সমান টিকিটের চাহিদা থাকবে। সে বছর জামার্নিতে অনুষ্ঠিত ৬৪টি ম্যাচ টুর্নামেন্টের এক একটি টিকিটের জন্য ৭ জন দর্শক আবেদন করেছিল। তবে ২০১০ এ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে টিকিট বিক্রি অনেক কম ছিল। তবে স্বাগতিক ব্রাজিলের ৬০ বছরের বেশি বয়সী, ছাত্র ও বিভিন্ন সামাজিক সংস্থার সদস্যদের জন্য তা ১৫ মার্কিন ডলার তথা ২৩ ব্রাজিলিয়ান রিয়াল।

টুর্নমেন্ট শুরু হবে ১২ জুন থেকে। ব্রাজিলের সাও পাওলোতে হবে এর উদ্বোধনী অনুষ্ঠান। ফাইনাল খেলাটি রিওডি জেনেরিও’র মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯:৩৮:১৬   ৩৭০ বার পঠিত