মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
সাকিব কলকাতা নাইট-রাইডার কে জেতালেন
Home Page » ক্রিকেট » সাকিব কলকাতা নাইট-রাইডার কে জেতালেনবঙ্গনিউজঃ আই পি এল এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৪ উইকেটে হারিয়েছে । সাকিব আল হাসানের ব্যাটে জয় নিশ্চিত হয় কলকাতা নাইট রাইডার । এই জয়ে আইপিএলের ফাইনালে ওঠার আশা জিইয়ে রাখলো সাকিবরা।সোমবার রাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান করে কোহলিরা। এরপর দারুণ সূচনার পর শেষ দিকে কিছুটা খেই হারায় কলকাতা। শেষ ওভারে জয়ের জন্য কলকাতার প্রয়োজন ছিল ৭ রান। স্ট্রাইকে যান সাকিব। ড্যান ক্রিস্টিয়ানের করা প্রথম বলেই বাউন্ডারি হাঁকান সাকিব। তাতে ৫ বলে প্রয়োজন হয় ৩ রান। পরের বলে ১ রান নিয়ে প্রান্ত বদল করেন সাকিব। তৃতীয় বলে ১ রান নেন মরগান। চতুর্থ বলে সাকিব ১ রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন।
এদিকে বল হাতে উইকেট না পেলেও সাকিব ৪ ওভারে দিয়েছেন মাত্র ২৪ রান। অন্যদিকে মাত্র ৬ বল খেলে ৯ রান করে অপরাজিত থাকেন সাকিব। ২ বল হাতে রেখেই ৪ উইকেটের দারুণ জয় পায় কলকাতা।
বাংলাদেশ সময়: ১৮:২২:৩৩ ৫৪২ বার পঠিত #আই পি এল #উইকেট #কলকাতা নাইট-রাইডার #ক্রিকেট #সাকিব