মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১

প্রফেসর নেছার ইউ আহমেদ এর কবিতা ‘মা জননী’

Home Page » সাহিত্য » প্রফেসর নেছার ইউ আহমেদ এর কবিতা ‘মা জননী’
মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১



মা জননী

সৃষ্টির কেন্দ্রবিন্দু,
মায়া মমতার সিন্ধু।
মন্থর কাজ কর্মহীন,
মায়ের নাই এমন দিন।
সন্তান‌ কিছুই খায়না,
ধরে কত বায়না
ধৈর্যে যোগান যত পুষ্টি
শত কষ্টেও সন্তুষ্টি।
সন্তান বেড়ে উঠা দেখে
মায়ের বুক ভরে যায় সুখে।
তাদের কৃতার্থ ফলাফল,
চোখে আসে আনন্দের জল।
মায়ের যত পরিশ্রম, যতই কষ্ট
সন্তানের সুখ দেখা তাঁর যথেষ্ট।
বিনিময়ে তার করেন না কিছুই আশা,
তবু নিরন্তর দান বুকভরা ভালোবাসা।
মাকড়সার মতো করে দান, নিজ প্রাণ
সবকিছু করে উজাড়, করে অবসান।
মা জননীরা, যুগে যুগে করেছে প্রমাণ।

প্রফেসর  নেছার ইউ আহমেদ

বাংলাদেশ সময়: ০:৫৪:৪০   ১০৪৫ বার পঠিত   #  #  #  #