শনিবার, ৯ অক্টোবর ২০২১
কাতারের দোহায় বসছে তালেবান এবং যুক্তরাষ্ট্র
Home Page » এক্সক্লুসিভ » কাতারের দোহায় বসছে তালেবান এবং যুক্তরাষ্ট্র
বঙ্গনিউজঃ আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর প্রথমবারের মতো তালেবানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় আজ শনি ও আগামীকাল রবিবার কাতারের রাজধানী দোহায় তালেবানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মার্কিন প্রতিনিধির ওই বৈঠক হবে বলে জানা গেছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত আগস্টের মাঝামাঝি রাজধানী কাবুল দখলের মধ্যদিয়ে আফগানিস্তান নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানায় তালেবান। পরে ২০ বছর ধরে দেশটিতে থাকা আমেরিকার সেনাদেরও ফিরিয়ে নেওয়া হয়।
আফগানিস্তান থেকে সেনা ফিরিয়ে আনার পর দেশটির ক্ষমতাসীন নেতৃত্বের সঙ্গে এবারই প্রথম আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বৈঠকে আফগানিস্তানে চরমপন্থী গোষ্ঠীগুলো নিয়ন্ত্রণ ও বিদেশিদের সরিয়ে নেওয়ার ব্যাপারে আলচোনা হতে পারে বলে জানা গেছে।
এই বৈঠক প্রসঙ্গে দোহায় নিযুক্ত তালেবানের মুখপাত্র শাহিন সোহেল বলেছেন, একটি বৈঠক হবে। এতে দ্বিপাক্ষীয় নানা বিষয়ে আলাপ হবে। দোহা চুক্তি নিয়েও কথা হবে।
বাংলাদেশ সময়: ১৪:১৮:১৬ ৪৫৯ বার পঠিত #আফগানিস্তা্ #আলকায়েদা #কাবুল #তালেবান #মার্কিন সেনা #যুক্তরাষ্ট্র