শুক্রবার, ৮ অক্টোবর ২০২১

এবারের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে স্টুডিও জয়া’র বিশেষ আয়োজন

Home Page » বিনোদন » এবারের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে স্টুডিও জয়া’র বিশেষ আয়োজন
শুক্রবার, ৮ অক্টোবর ২০২১



স্টুডিও জয়া’র বিশেষ আয়োজন

বঙ্গনিউজ বিনোদন ডেস্কঃ   প্রতিবছর শারদীয় দুর্গোৎসবকে ঘিরে বিনোদন ভুবনের সংশ্লিষ্টরা বাহারি আয়োজন সাজায় দর্শক-শ্রোতাদের জন্য। কিন্তু এবারের পূজা কিছুটা অন্যরকম। কারণ করোনা মহামারির কারণে দীর্ঘদিন স্থবির হয়ে ছিল পুরো দেশ। অধিকাংশ মানুষ ঘরবন্দী ছিলেন। শোবিজের মানুষেরাও নতুন, বিশেষ কাজ করতে পারেননি। এখন দেশের করোনা পরিস্থিতি উন্নতি দিকে, আসছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান স্টুডিও জয়া নিয়ে এসেছে বেশ কিছু নতুন মৌলিক গান ও মিউজিক ভিডিও। যা ইতোমধ্যেই প্রকাশ শুরু হয়ে গেছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্টুডিও জয়া’র অফিসিয়াল ইউটিউব চ্যানেল, অফিসিয়াল ফেইসবুক পেইজ, ওয়েবসাইট সহ স্টুডিও জয়া’র সকল ডিজিটাল প্লাটফর্মে উন্মুক্ত করা হচ্ছে নতুন গান ও মিউজিক ভিডিওগুলো। প্রতিবারের মতো এবারও দেশের বিভিন্ন প্রজন্মের জনপ্রিয় শিল্পীদের গান থাকছে স্টুডিও জয়া’র ব্যানারে। এবারের দুর্গাপূজায় স্টুডিও জয়া’র আয়োজন সমন্ধে স্টুডিও জয়া’র কর্নধার সুরকার ও সংগীত পরিচালক রাজন সাহা বলেন “বাঙালি উৎসব প্রিয় জাতি, বাঙালির প্রতিটি উৎসবেই স্টুডিও জয়া চেষ্টা করে দেশ বরেণ্য প্রবীণ এবং তরুণ শিল্পীদের কন্ঠে নতুন কিছু মৌলিক গান দর্শক শ্রোতাদের উপহার দিতে। এবারের দূর্গা পূজায় নিয়ে আসা নতুন মৌলিক গানগুলোর মধ্যে থাকছে - বাপ্পা মজুমদারের ‘নীল মাছি’ নবাগতা শিল্পী মৌসুমী মিম এর ‘আকাশ ছুঁতে চাই’ ক্লোজআপ তারকা নোলক বাবুর ‘তোমার দেয়া কষ্ট’ প্রিয়াঙ্কা বিশ্বাসের ‘সন্ধ্যাতারা’ ইউসুফ রিয়াদের ‘এখনো তোমাকে ভালোবাসি’ ও সাইফ শুভ’র ‘বেহিসেবি মন’। উল্লেখ্য, সুরকার ও সংগীত পরিচালক রাজন সহা ২০১২ সালে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেন। শুরু থেকেই দেশীয় শিল্প-সংস্কৃতি ও ঐতিহ্যকে গুরুত্ব দেয়ার পাশাপাশি দেশ ও দেশের বাইরের নন্দিত সঙ্গীতশিল্পীসহ নতুন প্রজন্মের প্রতিভা বিকাশেও অনন্য অবদান রেখে চলেছে স্টুডিও জয়া।

বাংলাদেশ সময়: ১২:৪৮:২৪   ৫৮৭ বার পঠিত   #  #  #  #  #  #  #  #  #