মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১

পদার্থবিজ্ঞানে নোবেল ২০২১ পেলেন যারা

Home Page » জাতীয় » পদার্থবিজ্ঞানে নোবেল ২০২১ পেলেন যারা
মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১



পদার্থবিজ্ঞানে নোবেল ২০২১  পেলেন যারা ,

বঙ্গনিউজঃ ২০২১ সালে পদার্থবিজ্ঞানে নোবেলপুরস্কার  পেয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী স্যুকুরো মানাবে ও জার্মান বিজ্ঞানী ক্লাউস হেসেলমান এবং ইতালির বিজ্ঞানী জর্জিও পারিসি।

পৃথিবীর জলবায়ু পরিস্থিতির ফিজিক্যাল বা ভৌত মডেল তৈরি, পরবর্তনশীলতা পরিমাপ এবং নির্ভরযোগ্যভাবে বৈশ্বিক উষ্ণতার বিষয়টি অনুমানের জন্য পুরস্কার পেয়েছেন স্যুকুরো মানাবে এবং ক্লাউস হাসেলমান। তাঁরা দুজনে এ বছরের নোবেল পুরস্কারের অর্থমূল্যের অর্ধেক পেয়েছেন।

পারমাণবিক ও গ্রহীয় পরিসরে ভৌত ব্যবস্থা বা ফিজিক্যাল সিস্টেমের বিশৃঙখলা ও ফ্লাকচুয়েশন পরষ্পরের ওপর কী প্রভাব ফেলে, তা আবিষ্কারের জন্য নোবেল পুরস্কারের অর্থমূল্যের বাকি অর্ধেক পেয়েছেন জর্জিও পারিসি।

বিস্তারিত আসছে…

বাংলাদেশ সময়: ১৯:২৭:৩৬   ৫৫২ বার পঠিত   #  #  #  #  #  #  #  #  #  #