শুক্রবার, ১ অক্টোবর ২০২১

চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার ( দেবল)

Home Page » শিক্ষাঙ্গন » চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার ( দেবল)
শুক্রবার, ১ অক্টোবর ২০২১




 চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি - অনুপ্রেরণার সত্য গল্প শুনি ১২০ পর্ব

একজন প্রবীর বিজয় তালুকদার । উচ্চশিক্ষিত মেধাবী হয়ে মানব কল্যাণের ব্রত নিয়েছেন । প্রত্যন্ত এলাকায় ইউপি চেয়ারম্যান হয়েছেন। 

২৯শে সেপ্টেম্বর  ২০২১ বুধবার রাত ৯ঃ৩০ টায় বঙ্গনিউজ বিডিসি চ্যানেলে ‘ চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি - অনুপ্রেরণার সত্য গল্প শুনি ১২০ পর্বের অনুষ্ঠানে একজন মানব কল্যানে ব্রত নিয়ে কর্ম সাফল্যের সত্যে গল্পে নিজের জীবনের কথা , ব্রতকর্মের কথা  শোনালেন প্রবীর বিজয় তালুকদার । জনপ্রিয় এই অনুষ্ঠানে মেধাবী বাঙালি সূর্যসন্তানদের জীবন ও কর্ম নিয়ে নতুন প্রজন্মকে উদ্দীপনা যোগাতে সারা পৃথিবীতে যেসব গর্বিত মহান বাঙালি রয়েছেন তাদেরকে নিয়ে আয়োজিত হয় । গত অনুষ্ঠানে অতিথি ও সাংস্কৃতিক পরিবেশনা ও  সঞ্চালনায় যারা ছিলেনঃ

১। প্রবীর বিজয় তালুকদার

       চেয়ারম্যান

       মধ্যনগর সদর ইয়নিয়ন পরিষদ

        সুনামগঞ্জ জেলা

২। অজয় রায়

       কবি , গল্পকার ও শিক্ষক

       অনুষ্ঠানে কবিতা পাঠ করেন

৩। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের টিভি , রেডিও ও মঞ্চশিল্পী , জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও শিক্ষক

        স্মৃতিকনা পাল

৪। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন ও সহ - উপস্থাপনা করেন

      নৃত্যশিল্পী ও নিউজ প্রেজেন্টার

         সেলিনা আক্তার জলি

পরিকল্পনা ও সঞ্চালনা করেন

অধ্যাপক লুৎফর রহমান জয়

লেখক, গবেষক , সম্পাদক।

নিচে প্রবীর বিজয় তালুকদার সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হলোঃ
প্রবীর বিজয় তালুকদার সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার মাছিমপুর গ্রামে ১৯৬৫ সালের ১ নভেম্বর সম্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহন করেন।তার পিতার নাম প্রদীপ চন্দ্র তালুকদার, তার মাতা লনীবালা তালুকদার। ১ ভাই ৩ বোনের মধ্যে তিনি দ্বিতীয়।গ্রামের পাঠশালাতেই প্রাথমিক শিক্ষার হাতেরখরি,মাধ্যমিক পাশ করেন মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় থেকে।পরে মৌলভী বাজার সরকারী কলেজ থেকে কৃত্বিতের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে প্রাশ্চ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজম্যান্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জণ করেন।ছোটবেলায় তিনি স্বপ্ন দেখতেন নিজেকে মানবতার সেবায় নিয়োজিত করবেন। যার ফলে তিনি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে মুজিব আর্দশিক সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল শাখা ছাত্রলীগের ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রাবস্থাতেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন।কর্মজীবনের শুরুতে একটি মাল্টিন্যাশানাল কোম্পানিতে জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯৭ সালের দিকে নেত্রকোণা জেলার ঐতিহ্যবাহী আওয়ামী পরিবারের সন্তান নিবেদিতা তালুদারের সাথে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক। এছাড়াও তিনি সাবেক মধ্যনগর থানা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও বর্তমান মধ্যনগর থানা আওয়ামীলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।বাংলাদেশের অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান ৮২ গ্রাম স্বমন্বিত মধ্যনগর শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়ার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়নে ২০১৬ সালে মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সর্বাধিক ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে সফলতার সাথে জনসেবা পালন করে যাচ্ছেন।এছাড়াও তিনি বিভিন্ন সময়ে ব্যক্তিগত অর্থায়নে হতদরিদ্র মানুষদের দিকে সহয়তার হাত বাড়িয়ে দেন।

বাংলাদেশ সময়: ১৯:৪৬:৩০   ৭৯৯ বার পঠিত   #  #  #  #  #  #  #