মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৩
একদিন বৃষ্টি হলো
Home Page » বিবিধ » একদিন বৃষ্টি হলোএকদিন শস্যগন্ধ্যা সময় ধরা দিলো
হীরোকজ্জ্বল রৌদ্রজলে চাপানো ক্লান্তি
যান্ত্রিকতা পেরিয়ে অভিন্ন গন্তব্য
তোমার-আমার।
নৃত্যরত অপ্সরা সবুজ ছায়ায়-মায়ায়
স্বাগত জানায় নির্মল ছোঁয়ায়।
দিঘিরপাড়ে আলো ছড়ায় জোনাকির দল
যূথবদ্ধ পাখিরা গান শোনায়…
দিঘির বুকে টেউ ওঠে
আর বৃক্ষের ছায়ায় জেগে ওঠে
একজোড়া ঠোঁট।
একদিন জমাট মেঘ বৃষ্টি হলো।
বাংলাদেশ সময়: ১৭:৫৪:১৫ ৩৬৮ বার পঠিত