সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে মৃত্যু ৪

Home Page » প্রথমপাতা » রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে মৃত্যু ৪
সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১



ফাইল ছবি

বঙ্গনিউজঃ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এদের সবাই করোনার উপসর্গ নিয়ে মারা যান।সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, সর্বশেষ মারা যাওয়া ৪ জনের মধ্যে একজন রাজশাহীর এবং তিনজন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।এর আগে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৪ জনের মৃত্যু হয়। এদের মধ্যে ২ জন করোনা পজিটিভ হয়ে এবং ২ জন উপসর্গ নিয়ে মারা যান।ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৮ জন। এ নিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১১৩ জন।আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ২৫৮টি নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ২ দশমিক ৩৩ শতাংশ।

বাংলাদেশ সময়: ১২:২৪:১৭   ৫৮৬ বার পঠিত   #  #  #  #  #  #  #  #  #