বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
মিয়ানমারে সেনাবাহিনী ও গেরিলাদের মধ্যে তুমুল সংঘর্ষ
Home Page » জাতীয় » মিয়ানমারে সেনাবাহিনী ও গেরিলাদের মধ্যে তুমুল সংঘর্ষবঙ্গ-নিউজ: মিয়ানমার সেনাবাহিনী অং সান সুচিকে হটিয়ে সেই দেশটির ক্ষমতা হস্তগত করে। তখন থেকেই জনতার প্রতিবাদ অব্যাহত ছিল। এখন মিয়ানমারের সেনাবাহিনী ও গেরিলাদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শত শত বাড়িঘরে আগুন লেগে গেছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেলে পালিয়ে গেছে। মিয়ানমারের চীন রাজ্যের থান্টলাং শহরে মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খবর দিয়েছে।
ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সীমান্তবর্তী মিয়ানমারের এই শহরে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হাজার হাজার লোক পালিয়ে গেছে। উভয়পক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলির কারণে শহরের অনেক বাড়িঘরে আগুন লেগে যায়। জীবন বাঁচাতে ৫ হাজারের মতো লোক শহর ছেড়ে পালিয়ে গেছে।
স্থানীয় কমিউনিটি লিডার সালাই থাং সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মিয়ানমারের সরকারি সেনাবাহিনী এবং জান্তা সরকার বিরোধী গেরিলাদের মধ্যে সংঘর্ষে অন্তত চার জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া ১৫ জন আহত হয়েছেন। তবে সেনাবাহিনীর কোনো ক্ষয়ক্ষতির ব্যাপারে কিছু বলতে পারেননি তিনি।
এ ঘটনায় যারা উদ্বাস্তু হয়ে পড়েছেন তাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সালাই থাং। উদ্বাস্তুদের অনেকে ভারতের মিজোরাম রাজ্যে আশ্রয় নিয়েছেন বলেও জানান তিনি। বার্তা সংস্থা রয়টার্সকে থাং বলেন, উদ্বাস্তু হওয়া লোকজনের মধ্যে মারাত্মকভাবে খাদ্য ও আশ্রয়ের সংকট বিরাজ করছে।
উল্লেখ্য, মিয়ানমার সেনাবাহিনী চলতি বছরের ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন অং সান সুচির নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করে। এর পর থেকেই দেশটিতে মারাত্মক বিশৃঙ্খলা বিরাজ করছে। জান্তা সরকারের বিরুদ্ধে আন্দোলনরতদের ওপর গুলি চালানোয় হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।
বাংলাদেশ সময়: ২০:৫৬:৪৫ ৪৩১ বার পঠিত #গেরিলা #মিয়ানমার #সংঘর্ষ #সেনাবাহিনী