মিয়ানমারে সেনাবাহিনী ও গেরিলাদের মধ্যে তুমুল সংঘর্ষ

Home Page » জাতীয় » মিয়ানমারে সেনাবাহিনী ও গেরিলাদের মধ্যে তুমুল সংঘর্ষ
বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১



সংগৃহীত ছবি-মিয়ানমারে গেরিলাদের সাথে সেনাবাহিনীর সংঘর্ষ

বঙ্গ-নিউজ: মিয়ানমার সেনাবাহিনী অং সান সুচিকে হটিয়ে সেই দেশটির ক্ষমতা হস্তগত করে। তখন থেকেই জনতার প্রতিবাদ অব্যাহত ছিল। এখন  মিয়ানমারের সেনাবাহিনী ও গেরিলাদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শত শত বাড়িঘরে আগুন লেগে গেছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেলে পালিয়ে গেছে। মিয়ানমারের চীন রাজ্যের থান্টলাং শহরে মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খবর দিয়েছে।

ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সীমান্তবর্তী মিয়ানমারের এই শহরে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হাজার হাজার লোক পালিয়ে গেছে। উভয়পক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলির কারণে শহরের অনেক বাড়িঘরে আগুন লেগে যায়। জীবন বাঁচাতে ৫ হাজারের মতো লোক শহর ছেড়ে পালিয়ে গেছে।

স্থানীয় কমিউনিটি লিডার সালাই থাং সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মিয়ানমারের সরকারি সেনাবাহিনী এবং জান্তা সরকার বিরোধী গেরিলাদের মধ্যে সংঘর্ষে অন্তত চার জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া ১৫ জন আহত হয়েছেন। তবে সেনাবাহিনীর কোনো ক্ষয়ক্ষতির ব্যাপারে কিছু বলতে পারেননি তিনি।

এ ঘটনায় যারা উদ্বাস্তু হয়ে পড়েছেন তাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সালাই থাং। উদ্বাস্তুদের অনেকে ভারতের মিজোরাম রাজ্যে আশ্রয় নিয়েছেন বলেও জানান তিনি। বার্তা সংস্থা রয়টার্সকে থাং বলেন, উদ্বাস্তু হওয়া লোকজনের মধ্যে মারাত্মকভাবে খাদ্য ও আশ্রয়ের সংকট বিরাজ করছে।

উল্লেখ্য, মিয়ানমার সেনাবাহিনী চলতি বছরের ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন অং সান সুচির নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করে। এর পর থেকেই দেশটিতে মারাত্মক বিশৃঙ্খলা বিরাজ করছে। জান্তা সরকারের বিরুদ্ধে আন্দোলনরতদের ওপর গুলি চালানোয় হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৫৬:৪৫   ৪৩০ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ