মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৩
“বীরের সম্মানে ভূষিত করা হয় মিশরে নিহত ২৪ জন পুলিশকে”
Home Page » বিশ্ব » “বীরের সম্মানে ভূষিত করা হয় মিশরে নিহত ২৪ জন পুলিশকে”বঙ্গ-নিউজ ডটকম: মিশরের সাইনাই উপদ্বীপে ইসলাম্পন্থী জঙ্গিরা যে ২৪ জন পুলিশকে হত্যা করে, সোমবার কায়রোতে তাদের বীরের সম্মানে ভূষিত করা হয়।
মিশরের বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে দেখানো হয় যারা নিহত হয়েছেন তাদের মৃতদেহ বহন করা কফিনগুলোকে মিশরের পতাকায় আচ্ছাদিত করে সম্মানের সংগে গার্ড অব অনার দিয়ে নিয়ে যাওয়া হয়।
সোমবার, সাইনাই-এ অতর্কিতে আক্রমণের কয়েক ঘন্টা আগে পুলিশ কায়রোর কাছে ইসলাম্পন্থী ৩৬ জন বন্দীকে হত্যা করে। ধারণা করা হচ্ছে যে ঐসব বন্দিরা কারাগার থেকে পালাতে চেষ্টা করে ছিল। মিসরের কর্তৃপক্ষ বলছে, কারাবন্দীদের ওপরে কাঁদানে গ্যাসে নিক্ষেপ করা হলে শ্বাসরুদ্ধ হয়ে তারা মারা যান।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মিসরে যে হিংসা হানাহানি চলছে তার নিন্দা জানিয়েছে তবে তারা কারাবন্দীদের মৃত্যুকে “সন্দেহ জনক’ বলা উল্লেখ করেন। মুখপাত্রী জেন পাসাকি বলেন, মিসরকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে সব দলের সংশ্লিষ্টতায় যুক্তরাষ্ট্র বিস্বাস করে। সোমবার মিশরের সাবেক প্রেসিডেণ্ট হোসনী মোবারকের এক আইনজীবি বলেন মোবারককে খুব শিঘ্রী ছেড়ে দেওয়া হবে।
ফারিদ আল দিব বলেন মিসরের আদালত মি মোবারাকের বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগ খারিজ করেছে। বিচার বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষনিক ওই খবরের সত্যতা যাচাই করা যায়নি।
বাংলাদেশ সময়: ১৭:২৬:৫৭ ৩৫৭ বার পঠিত