
মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
মধ্যনগরে কারিতাসের নগদ অর্থ বিতরণ
Home Page » সারাদেশ » মধ্যনগরে কারিতাসের নগদ অর্থ বিতরণস্টাফ রিপোর্টার, বঙ্গ-নিউজ: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় কারিতাস সবুজ জীবিকায়ন প্রকল্পের উদ্যোগে দুই ইউনিয়ন ৪২টি অসহায় পরিবারের মধ্যে নগদ ৫হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের সবুজ জীবিকায় প্রকল্পের আওতায় উত্তর বংশিকুন্ডা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জুনিয়র প্রোগ্ৰাম অফিসার রতন চন্দ্র বর্মন এর সভাপতিত্বে এবং মজিবুর রহমান সৌরভের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মুনতাসির হাসান নগদ অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উওর বংশিকুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল হোসেন,কারিতাসের এসিডিএফ সভাপতি তারিনী আজিম,ট্রাইবাল চেয়ারম্যান আশুতোস হাজং, কারিতাস মাঠ সহায়ক কামরুজ্জামান বিপুল ও রত্না মানখিনসহ সবুজ জীবিকায়ন প্রকল্প অন্যান্য কর্মচারীবৃন্দ।
বাংলাদেশ সময়: ২২:১০:৫২ ৪০৮ বার পঠিত # #কারিতাস #নগদ অর্থ #বিতরন #মধ্যনগর