শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১

ভাঙ্গায় ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রার্থীর উঠান বৈঠক

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রার্থীর উঠান বৈঠক
শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১



আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম সোহাগ মিয়া ও স্থানীয় জনসাধারণের মাঝে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়
ব্যুরো চিফ, ফরিদপুরঃ

ফরিদপুরের ভাঙ্গায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম সোহাগ মিয়া ও স্থানীয় জনসাধারণের মাঝে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার চুমুরদী ইউনিয়নের মজুমদার মাঠে এ বৈঠক হয়।
স্থানীয় আওয়ামী লীগ নেতা মবেদ আলী মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা আসন্ন নির্বাচনে এলাকার উন্নয়ন সহ বিভিন্ন ধরণের সমস্যা সমূহ তুলে ধরেন। কামরুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন আলমগীর হোসেন মাতুব্বর, আঃ ছালাম মোল্লা, আনোয়ার হোসেন মুন্সি, মাসুদ মাতুব্বর, আক্তারুজ্জামান ভুলু, আসাদুজ্জামান চন্দন, মোঃ শেখ শাহেন সাহ, নাসির শেখ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবৃন্দ।
চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম সোহাগ মিয়া বলেন, এবারের নির্বাচনে অত্র ইউনিয়নের উন্নয়ন ও সর্ব প্রকার সমস্যা সমাধানের লক্ষে আমি নৌকা প্রতিক প্রত্যাশী। আপনাদের ভালোবাসা নিয়ে এলাকার খেদমত করতে চাই। আমার নেতা মজিবুর রহমান চৌধুরীর (নিক্সন) আশির্বাদ নিয়ে গরীব-দুঃখীর পাশে থাকতে চাই।

বাংলাদেশ সময়: ১৭:৫৯:৩১   ৮৩৭ বার পঠিত   #  #  #  #