শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১

করুণা কান্তের করুণ পরিণতি -রাধাবল্লভ রায়

Home Page » সাহিত্য » করুণা কান্তের করুণ পরিণতি -রাধাবল্লভ রায়
শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১



রাধাবল্লভ রায়

করুণা কান্তের করুণার কথা
জানতো গ্রামের লোকে
করুণায় তার হৃদয় ভরা
সেই শৈশব কাল থেকে।
##
কেউ বলে করুণা কান্ত
কেউ বা  দয়ার সাগর
কেউ বলতো ঠাট্টা করে
মানব প্রেমের নাগর।
##
ধন ধান্যে পরিপূর্ণ
সুখের যে সংসার
মহানন্দে দিন কাটাতো
অভাব ছিল না তার।
##
কত বন্ধু ছিল যে তার
আসতো কত জনে
সকাল - বিকাল জমতো আড্ডা
বন্ধুদের সনে।
##
গান - বাজনা আমোদ-প্রমোদ
ভোট -নির্বাচন
এমন করেই দশ বছরে করুণা কান্ত
সর্বশান্ত হন।
##
অমিতব্যয়ী করুণার এখন
উপোস নিত্য সাথী
অর্থ কষ্ট দিন গুজরান
নাই যে ব্যথার ব্যাথী।
##
অর্থ ছাড়া সব পুরুষের
ব্যর্থ জীবন-সংসার
বিত্তহীন করুনা কান্তের
চিত্তে হাহাকার।
##
মা ছাড়া আর কেউ করে না
সোহাগ- স্নেহ তারে
বাবা রেগে থাকেন সদা
স্ত্রীও গেল ছেড়ে।
##
করুণা কান্তের করুণ দশা
যখন কেহ শোনে
” যেমন কর্ম তেমন ফল
বলে সর্বজনে।
##
অপরিণামদর্শী করুণারও
হলো বোধদয়
বেহিসেবি চললে শেষে
অশেষ দূঃখ হয়।

বাংলাদেশ সময়: ২০:০৮:৪৯   ৫০১ বার পঠিত   #  #  #