শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
Home Page » সারাদেশ » প্রকাশিত সংবাদের প্রতিবাদআমি মোবারক হোসেন তালুকদার (৫১), পিতাঃ- আব্দুল আজিজ তালুকদার সাংঃ- কান্দাপাড়া, ইউনিয়নঃ- মধ্যনগর, উপজেলাঃমধ্যনগর। সাবেক যুগ্ম আহ্বায়ক মধ্যনগর থানা আওয়ামী লীগ ও যুগ্ম সাধারণ সম্পাদক মধ্যনগর উপজেলা বাস্তবায়ন পরিষদ।গত ৫ সেপ্টেম্বর নবগঠিত মধ্যনগর উপজেলা নিয়ে একটি ভার্চুয়াল আলোচনা সভায় অংশগ্রহন করি।যেখানে পুরো আলোচনাতে বক্তব্য রাখার সময় একটি বাক্যে বলছিলাম ‘আওয়ামীলীগ ২০০১ সালে নিকারের ৮৬ তম বৈঠকে মধ্যনগর থানাকে উপজেলা ঘোষণা করে এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে প্রতিহিংসা পরায়ণ হয়ে মধ্যনগর উপজেলা বাতিল করেছিল।মুখ ফসকে ভুল করে বিএনপি জামাত -জোটের বিপরীতে আওয়ামী লীগ চলে আসে। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।কিন্তু একটি কুচক্রী মহল প্রতিহিংসা চরিতার্থ করতেই আমার এই ভুলটির সুজোক নিয়ে একটি অনলাইন পত্রিকাতে ‘ধর্মপাশায় আওয়ামী লীগ নেতার বেফাঁস মন্তব্য মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ সরকার বাতিল করেছিল’ এই শিরোনামে সংবাদ প্রকাশ করে।আমি ছাত্রজীবন থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।১৯৯৬ সাল থেকে অদ্যবধি মধ্যনগর উপজেলা বাস্তবায়ন পরিষদের আন্দোলনের সাথে যুক্ত আছি।যে বা যাহারা আমার বিরুদ্ধে এই প্রপাগান্ডা চালাচ্ছে। তাদের এই অহেতু কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বার্তা প্রেরক :
মোবারক হোসেন তালুকদার
সাবেক যুগ্ম আহ্বায়ক, মধ্যনগর থানা আওয়ামী লীগ।
যুগ্ম সাধারণ সম্পাদক, মধ্যনগর উপজেলা বাস্তবায়ন পরিষদ।
বাংলাদেশ সময়: ০:১৩:২৪ ৮৮৩ বার পঠিত #প্রতিবাদ #মধ্যনগর #সংবাদ #সুনামগঞ্জ