বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
অনার্সে পড়ুয়া ছেলের দায়ের কোপে বাবা খুন
Home Page » মুক্তমত » অনার্সে পড়ুয়া ছেলের দায়ের কোপে বাবা খুন
বঙ্গনিউজঃ ময়মনসিংহের ত্রিশালে ছেলের ধারালো দায়ের কোপে বাবা খুন হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সাতাইডিঙ্গি গ্রামের এই হত্যাকাণ্ড ঘটে।
অনার্সে পড়ুয়া আরিফ হোসেনের দায়ের কোপে ঘটনাস্থলেই পিতা আলী হোসেন (৪০) নিহত হয়। এলাকায় শোকের মাতম বিরাজ করছে।
এলাকাবাসী ও ত্রিশাল থানা সূত্রে জানা যায়, প্রায় প্রতিদিনই আরিফের বাবা তার মাকে নির্যাতন করতো। এক পর্যায়ে ছেলে রাগের বশবর্তী হয়ে তার বাবাকে দা দিয়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই বাবা আলী হোসেনের মৃত্যু হয়।
এ ব্যাপারে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর থেকেই আরিফ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ১৭:২৮:২১ ৪৮৮ বার পঠিত #খুন #ছেলের হাতে বাবা খুন #ত্রিশাল #নির্যাতন #ময়মনসিংহ #হত্যা