মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৩
পদ্মা সেতুর কোনো আপডেট নেই : যোগাযোগমন্ত্রী
Home Page » জাতীয় » পদ্মা সেতুর কোনো আপডেট নেই : যোগাযোগমন্ত্রীবঙ্গ-নিউজ ডটকম:যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু নিয়ে নতুন কোনো আপডেট নেই। তিনি বলেন, বিশ্বব্যাংক এবং তাদের সহযোগীদের পরামর্শ অনুযায়ী পদ্মা সেতুর নির্মাণ কাজের প্রক্রিয়া এগিয়ে চলছে।আজ মঙ্গলবার সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ও আঞ্চলিক ব্যবস্থাপনা বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। যোগাযোগমন্ত্রী বলেন, পদ্মা সেতুতে স্থানীয় পরামর্শক হিসেবে সেনাবাহিনীকে নিয়োগ দেয়া হয়েছে। তারা সেতুর দু’পার্শ্বের এ্যাপ্রোচ সড়ক নির্মাণ কাজ করছে। এ জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। তবে এ কাজে সেনাবাহিনীকে কোনো সময়সীমা বেঁধে দেয়া হয়েছে কিনা- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ ধরনের কাজে সময়সীমা বেঁধে দেয়া সমীচীন নয়।
বাংলাদেশ সময়: ১৩:৫৩:২৫ ৩১৬ বার পঠিত