শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১

নূরুল ইসলাম বিপিএম এর কবিতা “নারী তুমি অনন্যা”

Home Page » সাহিত্য » নূরুল ইসলাম বিপিএম এর কবিতা “নারী তুমি অনন্যা”
শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১



নারী তুমি অনন্যা

পৃথিবীর সব ফুল যদি মিলে-মিশে একসাথে হাসে,
পাঁপড়িগুলো যদি একসাথে মেতে ওঠে উল্লাসে-
তবুও সে সব হবে না তোমার রূপের সমান,
নারী তুমি কন্যা জায়া জননী-তুমিযে মহান!
তোমাকে জানাই অন্তর থেকে শতকোটি প্রণাম।
তুমি সাথী হয়ে এলে তাই পূর্ণতা পেলো স্বর্গ সুখ,
সে সুখ নেমে এলো ধরণীতে ভালোবাসা হয়ে
তোমার আগমনে ধন্য হতে এ ধরা ছিলো উন্মুখ!
সৃষ্টির দ্বার তুমি
আজন্মের ভালোবাসার এক অনন্য বিজয়ীনি ফুল,
তুমি এসেছো বলেই
সৃষ্টিতে আজও টিকে আছে সৃষ্টির সেরা এ মানব কুল।
মানবের যত আছে সৌরভ-গৌরব এ ধরার মাঝে,
সবটুকু তার তোমার কাছে নীরবে ঋণী হয়ে আছে।
তোমার চরণে পেয়েছি ঠাঁই বলে জন্মেছি ভবে,
তোমার সোহাগে টেনে নিয়েছো বুকে -
তাই তো বুঝেছি আমি ভালোবাসা কারে বলে।
তোমার হাসিতে হীরক ঝরে-আদর-সোহাগে মানিক,
তোমার ভালোবাসায় পথ খুঁজে পায় উদ্ভ্রান্ত পথিক।

নূরুল ইসলাম বিপিএম

বাংলাদেশ সময়: ১৭:০৩:৩৫   ৭৭৭ বার পঠিত   #  #  #  #  #