শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১

মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ আর নেই

Home Page » সারাদেশ » মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ আর নেই
শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১



শামীম আহম্মেদস্টাফ রিপোর্টার, বঙ্গ-নিউজঃসুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার দুগনই গ্রামের কৃতি সন্তান বর্ষীয়ান রাজনীতিবিদ , উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  শামীম আহম্মেদ (৫৪)আর নেই।..ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন।

শুক্রবার (৩ সেপ্টেম্বর)  রাত ৯ টার দিকে অসুস্থ অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে  মিরপুর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।দাম্পত্য জীবনে তিনি এক কণ্যা সন্তানের জনক ছিলেন।।এছাড়াও তিনি কয়েকদিন আগে হার্ট অ্যাটাক করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছিলেন।মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার বলেন, আমার দেখা একজন প্রকৃত মুজিব আদর্শের লড়াকু সৈনিক ছিল শামীম।জীবনে কখনো অর্থ বৈভবের কাছে নিজের আদর্শ কে বিক্রি করেনি।৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করার  কারনে জেল-জুলুম ও কারাবরণ করেছে সে।আজীবন  মুজিব আদর্শ কে বুকে লালন করে গেছেন।আমার দেখা একজন ভালো মানুষ ও একজন সবচেয়ে ভালো বন্ধু ছিল সে।আমি তার রুহের মাগফেরাত কামনা করছি।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন,সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবীর ইমন,সিলেট জেলা আওয়ামী  লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. রণজিত সরকার,মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন নুরী,সহ-সভাপতি প্রবীর বিজয় তালুকদার, সাধারণ সম্পাদক পরিতোষ সরকার,উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান রাসেল আহমদ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ওয়াসিফ ইরতীজা আলভী।

বাংলাদেশ সময়: ২৩:১৭:২৬   ৭৪৯ বার পঠিত   #  #  #